কোপা আমেরিকা প্যারাগুয়েকে উড়িয়ে দিয়ে ফাইনালে আর্জেন্টিনা

সেমিফাইনাল ম্যাচে প্যারাগুয়েকে ৬-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালের টিকিট নিশ্চিত করলো মার্টিনো’র আর্জেন্টিনা।

এর ফলে, ২০০৭ এর পর আবারো ফাইনাল খেলতে যাচ্ছে মেসি-মারিয়া’রা।

ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আকাশী নীল জার্সিধারীরা। যার ফল পেতেও খুব একটা দেরি হয়নি। ১৫ মিনিটে মেসির নেয়া দুর্দান্ত ফ্রি কিক থেকে রোহো’র করা গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

এরপর আবারো ২৭ মিনিটে প্যারাগুয়ে’র রক্ষণভাগ’কে ভেঙ্গে দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মার্টিনোর শীষ্য’রা। তবে, ম্যাচের ৪৩ মিনিটে বদলি খেলোয়াড় বারিওসে’র গোলে ব্যবধান কমানোর চেষ্টা করে প্যারাগুয়ে। কিন্তু, বিরতির পর ৪৭ ও ৫৩ মিনিটে ডি’মারিয়ার করা জোড়া গোলে ৪-১ এ ব্যবধান গড়ে আর্জেন্টিনা।

তবে, এদিন যেন গোল করার নেশায় পেয়ে বসে মেসি আগুয়েরো’দের। ৮০ মিনিটে আগুয়েরো মাঠ ছেড়ে যাওয়ার আগে চমৎকার হেডে গোল করার পর, তার বদলি হিসেবে নামা হিগুয়েইনও থেমে থাকেনি। ম্যাচের ৮৩ মিনিটে দুর্দান্ত গোলে দল’কে ৬-১ এ এগিয়ে নিয়ে যান তিনি।

আর কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত ৬-১ গোলে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে জেরার্ডো মার্টিনো’র শীষ্যরা। ৫ জুলাই’য়ের ফাইনালে চিলি’র মুখোমুখি হবে আর্জেন্টিনা।

মাইক্রোসফট অফিস আসছে অ্যান্ড্রয়েডে

imageমাইক্রোসফটের অফিস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টকে অ্যান্ড্রয়েড মোবাইলে চালানোর জন্যে এদের নতুন সংস্করণ বের করার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। এই জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত প্রোগ্রামগুলো বিভিন্ন যন্ত্রে ছড়িয়ে দেওয়ার জন্যে গুগলের প্লে স্টোরে এদের নতুন সংস্করণ পাওয়া যাবে শিগগিরই।

অ্যান্ড্রয়েড ছাড়াও আইওএস এবং আইপ্যাডে এগুলো ব্যবহারের উপযোগী করে তুলতে চাইছে আমেরিকার এই টেক টাইটান। এই সিদ্ধান্তের ফলে বিশ্বের আরো লাখো-কোটি যন্ত্রে মাইক্রোসফট অফিস ব্যবহৃত হবে।

মাইক্রোসফট অফিস টিমের করপোরেট ভাইস প্রেসিডেন্ট কির্ক কোয়েনিগসবায়ের এক বক্তব্যে বলেন, অফিস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টকে অ্যান্ড্রয়েডে আনার বিষয়টি আনন্দের সঙ্গে ঘোষণা করছি।

এর সঙ্গে ডিজিটাল ফাইল স্টোরেজ সার্ভিস বক্স, গুগল ড্রাইভ এবং ওয়ার ড্রাইভের সঙ্গে সংযোগ স্থাপনকে আরো সহজ করা হবে। এ পদক্ষেপের কারণে মাইক্রোসফটের অফিস ৩৬৫ সার্ভিস ব্যবহারে মানুষ আরো আগ্রহী হয়ে উঠবে।

ব্লগিংকে পেশা হিসেবে কেন নেবেন? গর্ব করে বলুন আমি ব্লগার!!

অনলাইনে উপার্জনের যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে ব্লগিং হচ্ছে সবচেয়ে স্থায়ী ও মজবুত মাধ্যম। ব্লগিং এর সাথে Google Adsense এর একটি বিশেষ সম্পর্ক রয়েছে।

এজন্য যারা Google Adsense এর মাধ্যমে অর্থ উপার্জন করতে চান তাদের ব্লগিং সম্পর্কে পরিস্কার ধারনা থাকা প্রয়োজন।

প্রধানত: ব্লগিং সাইটের জন্যই Google
তার Adsense প্রোগ্রামটি চালু করেছে।
একটি মানসন্মত ব্লগিং সাইটে যে কতভাবে উপার্জন হতে পারে-তা সত্যি কল্পনাতীত।

Google Adsense এর মাধ্যমে,ইমেজ
এডভার্টাইজিং এর মাধ্যমে। প্রাইভেট এ্যাড এর মাধ্যমে, এ্যাফেলিয়েট মার্কেটিং এর মাধ্যমে, এমন অনেক সাইট রয়েছে, যারা একটি Pr-1,2,3 সাইটে তাদের লিংক
সংযোজনের বিনিময়ে অর্থ প্রদান করে। এ ধরনের বহুমূখী উপার্জনের রাস্তা খুলে যায় একটি মানসন্মত ব্লগিং সাইটের জন্য।

ব্লগিং কি?

এবার আসি ব্লগিং বলতে আমরা কি বুঝি।
সাধারণভাবে ব্লগিং বলতে কোন সেবা বা
সার্ভিস প্রদানকে বুঝায়। বিশ্বে সেবা
প্রদানের অসংখ্য বিষয় রয়েছে, যার মাধ্যমে আপনি ব্লগিং করতে পারেন। আমি একবার ঠান্ডাজনিত একটি সমস্যা সমাধানের জন্য Google এ সার্চ দিয়ে স্বাস্থ্য বিষয়ক একটি সাইটে প্রবেশ করে দেখলাম-শুধু ঠান্ডাজনিত
নয়, অনেক ধরনের রোগ, তার কারণ,
সমাধান বিস্তারিতভাবে বর্ণনা দিয়েছে-
সম্পূর্ণ বিনামূল্যে। এই যে তারা একটি
সার্ভিস দিচ্ছে-এটাই ব্লগিং। আবার একবার একটি গ্রিটিংস কার্ড প্রয়োজন হওয়ায় Free Greetings card দিয়ে সার্চ দেওয়ায় কয়েক হাজার সাইট পেলাম। যারা বিভিন্ন ধরনের গ্রিটিংস কার্ড (যেমন: Birthday,
Wedding, Friendship, invitation
card ইত্যাদি) বিনামূল্যে সরবরাহ করছে।

এটা এক ধরনের ব্লগিং। গ্রাফিক্স ডিজাইন ,ওয়েব ডিজাইন শেখার জন্য সার্চ দিন, দেখবেন-হাজার হাজার সাইট রয়েছে, সম্পূর্ণ ফ্রি টিউটোরিয়াল দিচ্ছে এসব সাইট। এটা ব্লগিং। লক্ষ্য করলে দেখবেন, এসব সাইটের অধিকাংশই ব্যবহার করছে Google Adsense.

ব্লগিং কে পেশা হিসাবে নিবেন
কেন?

১. ব্লগিং এর উপার্জন দীর্ঘমেয়াদী ও
আনলিমিটেড। প্রথাগত চাকুরির মত কোন
লিমিট নেই ব্লগিং এর আয়ের। আপনার
মাসিক আয় হতে পারে ১ হাজার ডলার, ২, ৩ বা তারও উপরে। এটা নির্ভর করবে আপনার ব্লগিং পরিকল্পনা, শ্রম, ধৈর্য ইত্যাদির উপর।

২। ব্লগিং একটি সহজ পেশা। যে কেও, যে
কোন সময়, যে কোন স্থানে বসে ব্লগিং
করতে পারে। একজন ছাত্র তার পড়াশোনার পাশাপাশি, একজন চাকুরিজীবি তার চাকুরির পাশাপাশি, একজন গৃহিণী তার কাজের পাশাপাশি ব্লগিং করে অর্থ উপার্জন করতে
পারে।

৩। চাকুরি পেতে ঘুষ, মামা-চাচা আরো
অনেক কিছু প্রয়োজন হয়। অন্যদিকে ব্যবসা করতে প্রয়োজন বিশাল পুঁজি, সাথে রয়েছে বিশাল ঝুঁকি। অন্যদিকে ব্লগিং এর জন্য প্রয়োজন মাত্র একটি ইন্টারনেট সংযুক্ত পিসি, ডোমেইন/হোস্টিং কেনার জন্য ২/৩
হাজার টাকা আর আপনার ব্লগিং পরিকল্পনা ও শ্রম ও মেধার সদ্ব্যবহার।

৪। পৃথিবীর যতগুলো স্বাধীন পেশা রয়েছে, তার মধ্যে ব্লগিং অন্যতম। কখনো কাজ করতে মনে চাচ্ছে না, ঘুমিয়ে পরলেন। কোথাও হতে বেড়িয়ে আসলেন। কারো কাছে জবাবদিহি করতে হবে না।

৫। ব্লগিং করতে আপনাকে করতে হবে
প্রয়োজনীয় স্টাডি। শিখতে হবে
প্রয়োজনীয় সফটওয়্যার (যেমনঃ Web
Design, SEO ইত্যাদি), যা আপনাকে
বিভিন্ন বিষয়ে প্রফেশনাল ও করে গড়ে তুলবে যা, ফ্রিল্যান্সিং এর মাধ্যমেও আয়ের সহায়ক হবে।

আপনি কি ব্লগিং করতে পারবেন?

আপনি যদি ইংরেজিতে ২/৩ লাইন লিখতে
পারেন। তাহলে আপনিও ব্লগিং করতে
পারবেন। অথবা, বিষয়বস্তুকে সুবিন্যস্তভাবে সাজাতে পারেন, তাহলে আপনিও ব্লগিং করতে পারবেন। আমি একবার আমার এক রিলেটিভের নবজাতকের একটি নাম জানার জন্য সার্চ দিয়ে দেখলাম এমন অনেক সাইট
রয়েছে, যারা শুধুমাত্র নবজাতকের সুন্দর ও অর্থবহ নাম দিয়ে সার্ভিস দিচ্ছে। এটা কি ব্লগিং না? এখানে তো আর্টিক্যাল লেখার কিছু নেই। একই নাম একাধিক অনেক সাইটে দেখলাম। শুধুমাত্র নামগুলোকে এক একজন এক এক স্টাইলে সাজিয়েছে। আমি আশ্চর্য হয়ে দেখলাম-এসব সাইটেও তারা Google Adsense ব্যবহার করেছে।

আপনাকে যদি বলা হয়, একটি স্বাস্থ্যবিষয়ক ব্লগ সাইট করার জন্য, আপনি কি এ সম্পর্কিত ভাল মানের একাধিক সাইটকে ফলো করে, উক্ত সাইটের তথ্যাদি ঘুরিয়ে ফিরিয়ে, প্রয়োজনে বাজার হতে এ বিষয়ক বই সংগ্রহ করে নিজের মত কিছু লিখতে পারবেন না? আপনি অন্তত সাধারণ জ্ঞানের
জন্য প্রশ্নোত্তর টাইপের ব্লগিং নিশ্চয়ই করতে পারবেন। তাহলে সাধারন জ্ঞান বিষয়ক একটি সাইট করুন না! এ বিষয়ক সাইটগুলো ভিজিট করুন। তাদের তথ্যকে ঘুরিয়ে ফিরিয়ে আপনি লিখে পোস্ট করুন।

আপনি তো তাদের তথ্য কপি/পেস্ট করতে যাচ্ছেন না! আসলে, প্রচেস্টা থাকলে আপনার ব্লগের উপকরণ ইন্টারনেটেই ছরিয়ে আছে। এসব যদি পারেন, তবে আপনিও অবশ্যই ব্লগিং করতে পারবেন।

টেকনিক্যাল জ্ঞান ব্লগিং সাইট তৈরি, প্রতিনিয়ত আপডেট, রক্ষনাবেক্ষণের জন্য আপনাকে অব্শ্যই ওয়েব সাইট ডিজাইন ও ডেভলেপমেন্ট জানতে
হবে। সাধারণ মানের একটি সাইট করতে
Html, Css, javascript শিখলেই হবে।
কিন্তু, প্রফেশনাল মানের একটি সাইট করতে, বিশেষত ডাইনামিক সাইট তৈরি করতে Php/ mysql, Joomla, WordPress শিখতে
হবে। এ সম্পর্কিত জ্ঞানের জন্য আমাদের বিভিন্ন টিউটোরিয়াল প্যাকেজ রয়েছে।

সাইট তৈরি, এবার প্রচারে
নামুন সাইট তৈরি হওয়ার পরে আপনাকে ভিজিটর বৃদ্ধির জন্য মনোযোগী হতে হবে। এজন্য seo এর বিক্ল্প নেই। এজন্য seo এর প্রাথমিক বিষয়গুলো (যেমন: ব্যাকলিংক, ফোরাম পোস্টিং, বুকমার্ক, ফেসবুক ইত্যাদি) প্রয়োগ করুন। দেখবেন ধীরে ধীরে আপনার সাইটে ভিজিটর বৃদ্ধি পাচ্ছে।

অতঃপর Google Adsense এর জন্য
আবেদন করুন। সাইট তথ্যসমৃদ্ধ হলে
অবশ্যই Google Adsense এ্যাপ্রুভ হবে
ইনশাল্লাহ্। আপনার ব্লগ সাইট পরিচিতি
হবে, Page Rank বাড়তে থাকবে, অর্থ
উপার্জনের বহুমূখী সোর্স হবে আপনার ব্লগ সাইট।

আর্টিক্যালটি ভাল লাগলে কমেন্টস করুন।

টেলিটকের বন্ধ সিমে ১.৫ জিবি ফ্রী ইন্টারনেট ও দেশের সর্বনিম্ন কলরেট

টেলিটকের বন্ধ সিমে ১.৫
জিবি ফ্রী ইন্টারনেট ও
দেশের সর্বনিম্ন কলরেট

image

প্রিয় টেলিটক গ্রাহকেরা, টেলিটকের বন্ধ সীম চালু করলেই ১.৫ জিবি ডাটা
(3G/2G) একদম ফ্রি, সাথে দেশের সর্বনিম্ন কলরেট ও দ্রুতগতির ইন্টারনেট!!

আপনার টেলিটক সিমটি যদি
সেপ্টেম্বর ৩০, ২০১৪ খ্রিঃ বা তার পূর্ব হতে অদ্যবধি পর্যন্ত বন্ধ থাকে তাহলে 20 বা তার অধিক টাকা রিচার্জে
৪টি ধাপে বুঝে নিন ফ্রি ১.৫ জিবি ডাটা ও সর্বনিম্ন কলরেট।

আপনার টেলিটক মোবাইল নাম্বার (সচল/বন্ধ) জানতে W লিখে 321-এ SMS করুন। SMS চার্জ ফ্রি।
আপনার সিমটি অফারের আওতাভূক্ত কিনা জানতে টেলিটকের যেকোন সচল
সংযোগ থেকে বন্ধ সিমের মোবাইল/সিম নাম্বারটি লিখে 112-এ SMS করুন।

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...Loading…

.relatedposts {width: 640px; margin: 0 0 20px 0; float: left; font-size: 12px;}
.relatedposts h3 {font-size: 20px; margin: 0 0 5px 0; }
.relatedthumb {margin: 0 1px 0 1px;float: left;width: 158px;height: 160px;overflow: hidden;}
.relatedthumb img {margin: 0 0 3px 0;width: 140px;height: 97px;padding: 0;}
.relatedthumb a {color :#333; text-decoration: none; display:block; padding: 4px; width: 150px;}
.relatedthumb a:hover {background-color: #ddd; color: #000;}

.relatedthumb img {margin: 0 0 3px 0;width: 96%;height: 97px;padding: 0;}
.relatedthumb {margin: 0 1px 5px 1px;float: left;width: 24%;height: 160px;border: 1px solid #DDDDDD;padding: 1px;overflow: hidden;}
.relatedposts {width: 100%;float: left;}

Leave a comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নাম *

ওয়েবসাইট

− তিন = 5

দৃশ্যমান
লেখা

হুয়াউয়ে উদ্ভাবিত পদ্ধতিতে সেকেন্ডেই ৩৩টি এইচডি মুভি ডাউনলোড করা যাবে।এখন একটি এইচডি মুভি ডাউনলোড করতে প্রায় এক ঘণ্টারও বেশি সময় লাগে। তাহলে ৩৩টি মুভি ডাউনলোড করতে কত সময় লাগবে? হুয়াউয়ের নতুন উদ্ভাবিত ব্রডব্যান্ড পদ্ধতিতে ৩৩টি এইচডি বা হাইডেফিনেশন মুভি ডাউনলোড করতে সময় লাগবে মাত্র এক সেকেন্ড। যুক্তরাজ্যের ডেইলি স্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি দ্রুতগতির ব্রডব্যান্ড নিয়ে পরীক্ষা চালিয়েছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানটি। সেকেন্ডে এক টেরাবাইট গতিসম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেটের পরীক্ষাটি সফল হয়েছে বলেই হুয়াউয়ে দাবি করেছে। এতে একই সঙ্গে একাধিক ফাইল ডাউনলোড আরও সহজতর হবে বলে জানিয়েছে তারা।গবেষকেরা অবশ্য বলেছেন, নতুন উদ্ভাবিত এই প্রযুক্তিতে নির্ধারিত ব্রডব্যান্ড নেটওয়ার্কে ব্যান্ডউইথ বাড়ানোর বিষয়টি স্থির থাকবে। ব্যবহারকারী এক্ষেত্রে কোনো পরিবর্তন বা নতুন সেবা নিতে পারবেন না।

হুয়াউয়ে উদ্ভাবিত পদ্ধতিতে সেকেন্ডেই ৩৩টি এইচডি মুভি ডাউনলোড করা যাবে।হুয়াউয়ে উদ্ভাবিত পদ্ধতিতে সেকেন্ডেই ৩৩টি এইচডি মুভি ডাউনলোড করা যাবে।এখন একটি এইচডি মুভি ডাউনলোড করতে প্রায় এক ঘণ্টারও বেশি সময় লাগে। তাহলে ৩৩টি মুভি ডাউনলোড করতে কত সময় লাগবে? হুয়াউয়ের নতুন উদ্ভাবিত ব্রডব্যান্ড পদ্ধতিতে ৩৩টি এইচডি বা হাইডেফিনেশন মুভি ডাউনলোড করতে সময় লাগবে মাত্র এক সেকেন্ড। যুক্তরাজ্যের ডেইলি স্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি দ্রুতগতির ব্রডব্যান্ড নিয়ে পরীক্ষা চালিয়েছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানটি। সেকেন্ডে এক টেরাবাইট গতিসম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেটের পরীক্ষাটি সফল হয়েছে বলেই হুয়াউয়ে দাবি করেছে। এতে একই সঙ্গে একাধিক ফাইল ডাউনলোড আরও সহজতর হবে বলে জানিয়েছে তারা।
গবেষকেরা অবশ্য বলেছেন, নতুন উদ্ভাবিত এই প্রযুক্তিতে নির্ধারিত ব্রডব্যান্ড নেটওয়ার্কে ব্যান্ডউইথ বাড়ানোর বিষয়টি স্থির থাকবে। ব্যবহারকারী এক্ষেত্রে কোনো পরিবর্তন বা নতুন সেবা নিতে পারবেন না।

এক নজরে দেখে নিন “সিঙ্গাপুরের””” কিছু জানা অজানা তথ্য

এক নজরে দেখে নিন “সিঙ্গাপুরের””” কিছু
জানা অজানা তথ্য-
১. সিঙ্গাপুরের এক হাজার ডলারের নোটের
পিছনে দেশের জাতীয় সঙ্গীত লেখা
থাকে। সিঙ্গাপুরের জাতীয় সঙ্গীত হল
মালয় ভাষায়, ‘মাজুলা সিঙ্গাপুর’ বা
সিঙ্গাপুর এগিয়ে চলো।
২. সিঙ্গাপুরে চারটি সরকারি ভাষা
রয়েছে। ইংরেজি, মান্দারিন, মালয়ের
সঙ্গে রয়েছে তামিল ভাষাও।
৩. সিঙ্গাপুরের নাগরিকরা বেশিরভাগ
কথার শেষে ‘লা’ শব্দটি ব্যবহার করেন। এই
যেমন ‘ওকে’কে বলেন ‘ওকে-লা’, ‘থ্যাঙ্কউ’
বলার সময় বলেন ‘থ্যাঙ্কউ-লা’
৪ পাঁচ বা তার বেশি লোকজনের ক্ষেত্রে
কোথাও জড়ো হতে গেলে পুলিসের নানা
কড়া নিয়মাবলি মানতে হয়।
৫. সিঙ্গাপুরকে বলা হয় সিংহের শহর বা
লায়ন সিটি। অথচ বাস্তবে গোটা
সিঙ্গাপুরে একটাও সিংহ নেই।
৬. রাত দশটার পর দুজনের বেশি লোক
জমায়েত হওয়া অবৈধ।
৭. সিঙ্গাপুরে মাত্র একটাই দল রয়েছে।
দলটির নাম ‘পিপলস অ্যাকশন পার্টি’। ১৯৫৯
সাল থেকে ‘পিপলস অ্যাকশন পার্টি’
দেশের ক্ষমতায় রয়েছে। ভোট পরিচালনা
করে এই দলই।
৮. সমকামিতা এখানে বেআইনি, তবে জুয়া
আইনসিদ্ধ। ২০১০ সালে পাবলিক টয়েলটে ২৮
বছরের যুবকের সঙ্গে ওরাল সেক্স করার
অপরাধে ৩ হাজার ডলার জরিমানা হয় ৪০
বছরের এক পুরুষের।
৯. ১৯০৫ সাল থেকে মোট ৬ বার টাইম জোন
পরিবর্তন করে সিঙ্গাপুর। ১৯৮২ সালে
সিঙ্গাপুর শেষবার তাদের টাইম জোন
পরিবর্তন করে। এখন সিঙ্গাপুরের টাইম
জিএমটি-র থেকে আট ঘণ্টা এগিয়ে।
১০. সিঙ্গাপুরের নাগরিকরা বিশ্বের মধ্যে
সবচেয়ে দ্রুততম হাঁটা মানুষ (Fastest walking
speed)। ১০.৫৫ সেকেন্ডে সিঙ্গাপুরিয়ানরা
হাঁটে ১৮ মিটার, মানে ঘণ্টায় ৬.১৫
কিলোমিটার। সেখানে ভারতীয়দের
হাঁটার গতি ঘণ্টায় গড়ে ঘণ্টায় ৫
কিলোমিটার।
১১. ২০০৫ সালে জুয়াকে আইনসিদ্ধ করে
সিঙ্গাপুর।
১২. নিজের ঘরের মধ্যে নগ্ন থাকলেও আইনত
শাস্তি হতে পারে সিঙ্গাপুরের
নাগরিকদের। কারণ আইনঅনুযায়ী নগ্ন
অবস্থায় কেউ দেখে ফেললেই যিনি নগ্ন
ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ আনা যাবে।
১৩. সেক্স টয় বা অশ্লীল ম্যাগাজিন কেনা
বেচার উপর কড়া নিষেধাজ্ঞা রয়েছে।
সেক্স টয় বা অশ্লীল ম্যাগাজিন কিনলে বা
বেচলে ৩ মাসের জেল ও মোটা টাকার
জরিমানা হয়।
১৪. আত্মহত্যার চেষ্টা করা সিঙ্গাপুরে
আইনবিরুদ্ধ কাজ। পেনাল কোডের ৩০৯
ধারায় আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হলে
মানুষদের জেল হয় সিঙ্গাপুরে।
১৫. ইন্টারনেট পর্নোগ্রাফির উপর কড়া
নিষেধাজ্ঞা রয়েছে।
১৬. ইন্টারনেটে গান বা সিনেমা
ডাউনলোড করা আইনত দণ্ডনীয় অপরাধ।
২০০৬ সালে সিঙ্গাপুরের দুই নাগরিককে গান
ডাউনলোড করার অপরাধে গ্রেফতার করা
হয়।
১৭. অনুমতি না নিয়ে কাউকে জড়িয়ে ধরা
আইনত দণ্ডনীয় অপরাধ।
১৮. সিঙ্গাপুরের ডাক নাম ফাইন সিটি বা
জরিমানার শহর। কারণ বিভিন্ন ছোট ছোট
কারণে এখানে জরিমানার ব্যবস্থা আছে।
১৯. বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বজ্রপাত
হওয়া জায়গা গুলির মধ্যে অন্যতম হল
সিঙ্গাপুর। বছরে গড়ে ১৭১ বার বাজ পড়ে এই
শহরে।
২০. ১৯৯২ সাল থেকে সিঙ্গাপুরে চুইংগাম
নিষিদ্ধ। কারণ চুইংগামে পথচারীদের
অসুবিধা হয়।
২১. সিঙ্গাপুরিয়ানরা সন্ধ্যা সাড়ে
সাতটের মধ্যে ডিনার সেরে ফেলেন।
২২. সিঙ্গাপুরে কোথাও কোথাও
পার্কিংয়ের ক্ষেত্রে একটা গাড়ি সামনে,
পরেরটা পিছনে, তারপরেরটা আবার
সামনের দিকে মুখ করে রাখতে হয়।

See More

মুস্তাফিজকে বিয়ে’র প্রস্তাব

মুস্তাফিজুর রহমানকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কোন মানে হয় না। মাত্র ৩টি ওয়ানডে আর একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেই গড়েছেন বিশ্বরেকর্ড। ৩ ম্যাচের সিরিজে
truetips24.com

বই এবং লেখক এর নাম (ইংরেজী সাহিত্য)

::
1.A Brief History of Time——– Stephen
Hawking
2.Tempest ——– William Shakespear
3.Paradise Lost ——–John Milton
4.Wuthering Heights ——– Emile Bronte
5.Time Machine ——– H. W Wells
6.Around the World in Eighty Days——– Jules
Verne
7.Lycidas ——– John Milton
8.Blue Bird ——–Lord Alfred Tennyson
9.Kublai Khan ——–Samuel Taylor Coleridge
10.Samson Agonists ——–John Milton Das
11.Anna Karenina ——–Leo Tolstoy