কোপা আমেরিকা প্যারাগুয়েকে উড়িয়ে দিয়ে ফাইনালে আর্জেন্টিনা

সেমিফাইনাল ম্যাচে প্যারাগুয়েকে ৬-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালের টিকিট নিশ্চিত করলো মার্টিনো’র আর্জেন্টিনা।

এর ফলে, ২০০৭ এর পর আবারো ফাইনাল খেলতে যাচ্ছে মেসি-মারিয়া’রা।

ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আকাশী নীল জার্সিধারীরা। যার ফল পেতেও খুব একটা দেরি হয়নি। ১৫ মিনিটে মেসির নেয়া দুর্দান্ত ফ্রি কিক থেকে রোহো’র করা গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

এরপর আবারো ২৭ মিনিটে প্যারাগুয়ে’র রক্ষণভাগ’কে ভেঙ্গে দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মার্টিনোর শীষ্য’রা। তবে, ম্যাচের ৪৩ মিনিটে বদলি খেলোয়াড় বারিওসে’র গোলে ব্যবধান কমানোর চেষ্টা করে প্যারাগুয়ে। কিন্তু, বিরতির পর ৪৭ ও ৫৩ মিনিটে ডি’মারিয়ার করা জোড়া গোলে ৪-১ এ ব্যবধান গড়ে আর্জেন্টিনা।

তবে, এদিন যেন গোল করার নেশায় পেয়ে বসে মেসি আগুয়েরো’দের। ৮০ মিনিটে আগুয়েরো মাঠ ছেড়ে যাওয়ার আগে চমৎকার হেডে গোল করার পর, তার বদলি হিসেবে নামা হিগুয়েইনও থেমে থাকেনি। ম্যাচের ৮৩ মিনিটে দুর্দান্ত গোলে দল’কে ৬-১ এ এগিয়ে নিয়ে যান তিনি।

আর কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত ৬-১ গোলে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে জেরার্ডো মার্টিনো’র শীষ্যরা। ৫ জুলাই’য়ের ফাইনালে চিলি’র মুখোমুখি হবে আর্জেন্টিনা।